নিজস্ব সংবাদদাতা:আবার করোনার থাবা ঘাটাল মহকুমায়। আজ ৩১ মে সন্ধ্যার পর জানা গিয়েছে ঘাটাল শহর সংলগ্ন শীতলপুরে দুজনের এবং দাসপুর থানার দানিকোলাতে দুজনের করোনা সংক্রমণ ধরা পড়েছে। ঘাটাল ব্লকের বিপর্যয় মোকাবিলা আধিকারিক তরুণ কারক বলেন, রাতেই তাঁদের মেচোগ্রামের করোনা হাসপাতালে ভর্তি করার প্রক্রিয়া চলছে।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://www.ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)











