এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

গভীর রাতে ঘাটাল শহরে ভয়াবহ আগুনে পুড়ল বেশ কয়েকটি দোকান

Published on: June 18, 2020 । 8:34 AM

সংহিতা শিরোমনি:গতরাতে ঘাটালে ভয়াবহ আগুনে ভষ্মীভূত হল চারটি দোকান। ঘাটাল শহরের ময়রাপুকুর মোড়ে ওই অগ্নিকাণ্ডটি ঘটেছে। ঘাটাল মহকুমা জরুরি পরিষেবা ও অগ্নি নির্বাপন দপ্তরের কর্মীরা দমকলের দুটি ইঞ্জিন এবং একটি হ্যান্ড পাম্প নিয়ে গিয়ে প্রায় তিন ঘন্টার প্রচেষ্টায় ওই আগুন নেভানোর ব্যবস্থা করে।
দমকল সূত্রে জানা যায়, প্রথমে ফকির আহম্মেদ নামে এক ব্যক্তির টায়ার দোকানে আগুন লাগে। এই আগুন ক্রমশ পাশের দোকানে ছড়িয়ে পড়ে। ঘাটাল মহকুমা জরুরি পরিষেবা ও অগ্নি নির্বাপন দপ্তরের সাব অফিসার সৌরভ মণ্ডল বলেন, আমাদের কাছে ফোন আসার সঙ্গে সঙ্গে কয়েক মিনিটের মধ্যে আমরা ঘটনাস্থলে পৌঁছে যাই। উপস্থিত ছিলেন ঘাটাল থানার এ এস আই প্রশান্ত ঘোষের নেতৃত্বে পুলিশ বাহিনী।
একটি দোকানের প্রায় সমস্ত মালপত্র  ভষ্মীভুত হয়ে যায় এবং পাশাপাশি দোকানগুলিও ক্ষতিগ্রস্ত হয়। তবে কেউই হতাহত হননি।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad