এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

পরকীয়া: ছেলে-মেয়ের অনুরোধেও মা ফিরলেন না বাবার কাছে

Published on: June 24, 2020 । 11:26 PM

নিজস্ব সংবাদদাতা: মেয়ের টিউশন মাস্টারের সঙ্গে পালিয়ে গিয়েছে মা। পালিয়ে যাওয়া মাকে  ফিরিয়ে আনার জন্য মরিয়া সন্তানেরা।  ২৪ জুন এনিয়েই তুলকালাম কাণ্ড হল দাসপুর থানার নাড়াজোলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দাসপুর থানার পুলিশকে ঘটনা স্থলে যেতে হয়। পালিয়ে যাওয়া গৃহবধূ পুলিশকে দ্বিধাহীনভাবে জানিয়ে দিলেন, তিনি পুরানো স্বামীর কাছে কোনও ভাবেই ফিরবেন না। ছেলে-মেয়ের ইচ্ছে হলে তার কাছে থাকতে পারে। তাতে তিনি আপত্তি করবেন না।
ঘাটাল শহরের ৯ নম্বর ওয়ার্ডের শ্রীরামপুরের সানকি পরিবারের এক নবম শ্রেণীর ছাত্রীকে পড়াতে আসত পাশের পাড়া  ১১ নম্বর ওয়ার্ড নিশ্চিন্দীপুরের পলাশ দাস। মেয়েকে পড়ানোর ফাঁকেই  মায়ের সঙ্গে শুরু হয় প্রেম। ১৫ বছরের কন্যা এবং ১২ বছরের পুত্রকে  বাড়িতে রেখে  লকডাউনের মধ্যেই ৬মে পালিয়ে যায় তাদের মা।
বিশেষ সূত্রে জানা যায়, টিউশন মাস্টারকে নিয়ে ওই গৃহবধূ নাড়াজোলের এক ভাড়া বাড়িতে রয়েছেন। ২৪ জুন ছেলে-মেয়েকে সঙ্গে নিয়ে গৃহবধূর স্বামী তাঁর স্ত্রীকে বাড়ি ফিরিয়ে আনতে যান। স্বামী ও সন্তানদের বার বার অনুরোধেও মন গলেনি গৃহবধূর। মহিলা জানিয়ে দেন, তিনি নতুন স্বামীর কাছেই সুখে রয়েছেন। তাই সেখানেই থাকবেন। মহিলার স্পর্ধা দেখেই   নাড়াজোলে জটলা শুরু হয়। ঘটনা স্থলে যায় পুলিশ। পুলিশকেও গৃহবধূ জানিয়ে দেন, তিনি আগের শ্বশুর বাড়ি আর ফিরবেন না। যেহেতু দেশের নয়া আইনে  পরকীয়াতে সায় রয়েছে। তাই এক্ষেত্রে পুলিশও নিরুপায়ে চলে আসে। অশ্রুসিক্ত চোখে বাড়ি ফেরেন স্বামী-সন্তানেরা।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।