সরোজ বারিক: ভারত-চীন সীমান্তের শহিদ সেনাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে রক্তদান শিবিরের আয়োজন করল দাসপুর থানার টালিভাটা-বেলতলা রথযাত্রা কমিটি। ২৬ জুন ওই রক্তদান শিবিরটির আয়োজন করা হয়। ওই কমিটির সম্পাদক কৃষ্ণপ্রসাদ শাসমল এবং সভাপতি নন্দদুলাল শাসমল বলেন, এদিন মোট ৩৬ জন রক্তদান করেন।
শহিদ সেনাদের উদ্দেশ্যে রক্তদান
Published on: June 26, 2020 । 8:29 PM









