এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

রাস্তা সারাইয়ের দাবিতে বিডিওকে স্মারকলিপি

Published on: June 26, 2020 । 9:33 PM

নিজস্ব সংবাদদাতা: বেহাল রাস্তা অবিলম্বে সারানোর দাবিতে বিডিও অফিসে স্মারকলিপি দিলেন যাত্রীরা। ২৬ জুন ঘাটাল রাণীচক পরিবহণ যাত্রী কমিটির পক্ষ থেকে দাসপুর-২ ব্লকের বিডিওকে স্মারক লিপি দেওয়া হয়।
ঘাটাল শহর থেকে রাণীচক রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা। ওই রাস্তা দিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার বাসিন্দা ছাড়াও  হুগলি ও হাওড়া জেলার একাংশের মানুষ নিয়মিত যাতায়াত করেন। অথচ ওই সাড়ে দশ কিলোমিটার রাস্তার মধ্যে রাণীচক থেকে ঘাটাল অভিমুখে সাড়ে তিন কিলোমিটার রাস্তা ২০০৩সালের পর থেকে এখনও পিচ হয়নি। ওই কমিটির যুগ্ম সম্পাদক জগদীশ মণ্ডল অধিকারী ও তাপস মিশ্র বলেন, ফলে ওই রাস্তাটি একেবারে বেহাল। রাস্তায় বড় বড় গর্ত। সেই গর্তে জল জমে রয়েছে। কোনও কোনও জায়গায় হেঁটেও যেতে সমস্যা হয়। গাড়িগুলিকেও ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। অবিলম্বে রাস্তা সংস্কারের দাবিতেই আজ আমরা বিডিওকে স্মারকলিপি দিই। জগদীশবাবু বলেন, অবিলম্বে ওই রাস্তাটি সংস্কার না করলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad