এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

মানসিক অবসাদের জেরে আত্মহত্যা প্রৌঢ়ের

Published on: July 14, 2020 । 5:53 PM

তনুপ ঘোষ: ১৪ জুলাই সকালে এক ব্যাক্তির ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো চন্দ্রকোণা-১ ব্লকের কালিকাপুর এলাকায়।  মৃতের নাম প্রবীর দাস (৫৬)। আজ মঙ্গলবার সকালে নিজের বাড়ির ভেতরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকেরা। খবর দেওয়া হয় ক্ষীরপাই ফাঁড়ির পুলিশকে। পুলিশ এসে দেহটি  উদ্ধার করে পাঠায় ময়না তদন্তের জন্য। মানসিক অবসাদের জেরেই আত্মহত্যা বলে  অনুমান পুলিশের। তবে মৃত্যুর পিছনে অন্য কোনও রহস্য আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

তনুপ ঘোষ

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ক্ষীরপাই শহরে(পশ্চিম মেদিনীপুর) বাড়ি। চন্দ্রকোণা থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9153931055/9732784129/9732738015 •ইমেল: [email protected]