এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

বাঁশের সাঁকো ভেঙে নদীর জলে চন্দ্রকোণার কিশোর

Published on: July 16, 2020 । 1:56 PM

নিজস্ব সংবাদদাতা:চন্দ্রকোণায় বাঁশের সাঁকো ভেঙে নদীতে পড়ে গেল এক কিশোর। স্থানীয়দের তৎপরতায় সঙ্গে সঙ্গেই অবশ্য কিশোরটিকে উদ্ধার করা হয়েছে। আজ ১৬ জুলাই ঘটনাটি ঘটেছে চন্দ্রকোণা থানার হলাঘাটে। কিশোরের নাম মানস ঘোড়ই। কুলদহতে বাড়ি।
ঘটনার বিবরণ দিতে গিয়ে চন্দ্রকোণা-১ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মহাদেব মল্লিক বলেন, এদিন সকালে মানস সাইকেলে করে শিলাবতী নদীর উপর বাঁসের সাঁকো পেরিয়ে ডিঙাল যাচ্ছিল। এক সাইড দিয়ে যাওয়ার সময় সাঁকোর হাতলটি ভেঙে যায়। মানসও সাইকেল নিয়ে নদীতে পড়ে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে নদী থেকে মানসকে উদ্ধার করেন। ঘটনার পরই মানস ভয়ে সিঁটিয়ে গিয়েছে। সেই সঙ্গে সামান্য অসুস্থও হয়ে গিয়েছে। মানসের সাইকেলটি অবশ্য বেশ কয়েকঘন্টা পর নদী থেকে পাওয়া গিয়েছে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad