এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

বাবা মায়ের কোলে চড়েই বড় পরীক্ষায় সফল দুই পা অকেজো চন্দ্রকোনার প্রতিবন্ধী ছাত্র

Published on: July 16, 2020 । 3:02 PM

বাবলু সাঁতরা: বাবার কোলে চড়েই বড় পরীক্ষায় সফল চন্দ্রকোনা কৃষ্ণপুর গ্রামের প্রতিবন্ধী ছাত্র মুজিবুর সরকার। মজিবুরের দুই পা অকেজো।  এবছরই মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল সে।  বুধবার ফল বেরোতেই চোখে মুখে স্বস্তির ছাপ দিনমজুর পরিবারে। প্রতিবন্ধী মজিবুর ৩১৪ নম্বর পেয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। মজিবুরের বাড়ি চন্দ্রকোনা-২  ব্লকের ভগবন্তপুর-১  গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুর গ্রামে। গ্রামেরই কৃষ্ণপুর রহমানিয়া হাইস্কুলের ছাত্র সে। মজিবুর ছোট থেকেই হাঁটতে চলতে পারেনা, বাবা মায়ের কোলে চেপেই স্কুল,টিউশন থেকে পরীক্ষা কেন্দ্রেও যাতায়াত। নিজের স্কুল পাশে থেকেছে  সবসময়। মাধ্যমিকের ফলাফল প্রকাশের দিন পরিবার,স্কুল সহ স্থানীয় প্রতিবেশী সকলেরই নজর ছিল মজিবুরের ফলাফলের দিকে। ৩১৪ পেয়ে সমস্ত প্রতিকুলতাকে জয় করে জীবনের বড় পরীক্ষায় উত্তির্ন মজিবুর। আগামী দিনে উচ্চমাধ্যমিক ও তারপর কলেজে পড়াশোনা চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে তার।  মজিবুরের পড়াশোনায় সমস্ত রকম সহযোগিতার আগাম আশ্বাস দিয়েছেন তার স্কুলের টি.আই.সি আশিষ হাটুই। ছেলে সর্বোচ্চ নম্বর পেলেও প্রতিকূল পরিস্থিতির মধ্যেও উত্তীর্ণ হওয়ায় খুশি বাবা মা।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।