এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

খড়ার পুরসভায় লকডাউন তুলে দেওয়া হল

Published on: September 3, 2020 । 8:02 PM

কুণাল সিংহরায়: তুলে নেওয়া হল খড়ার পৌরসভা এলাকায় বেলা ১ টা থেকে সার্বিক লকডাউন। আগামী কাল ৪ সেপ্টেম্বর থেকে শহরে অর্ধদিবস লকডাউন রাখা হবে না বলে আজ  ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়েছে।  প্রসঙ্গত,   খড়ার পৌরসভার ৬,৮ ও  ৯ নম্বর ওয়ার্ডে কয়েকজনের করোনা রিপোর্ট পজিটিভ আসায় পৌর কর্তৃপক্ষ গত ২৮ আগস্ট  থেকে ইই লকডাউন কার্যকরী করেছিলেন। বর্তমানে খড়ারে কোনও পজিটিভ রোগী না থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হল বলে পুরসভা সূত্রে জানানো হয়েছে।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।