এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

নারায়ণ ভাইয়ের পুত্র গৌরব দুর্ঘটনায় গুরুতর জখম

Published on: September 16, 2020 । 5:51 PM

নিজস্ব সংবাদদাতা: দাসপুর গান্ধী মিশনের প্রতিষ্ঠাতা নারায়ণ ভাইয়ের পুত্র গৌরব ভট্টাচার্য পথ দুর্ঘটনায় গুরুতর জখম হলেন। আজ ১৬ সেপ্টেম্বর ঝাড়গ্রামের আধারিয়া থেকে ঝাড়গ্রাম হাসপাতালের দিকে ফেরার পথে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে বাঘাশোলের কাছে একটি নিমগাছে ধাক্কা মারলে গুরুতর জখম হন। সঙ্গে সঙ্গে তাঁকে ঝাড়গ্রাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর অবস্থার আরও অবনতি হলে গ্রিন করিডোরে করে  কলকাতার পিজি হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে।
গৌরববাবু ঝাড়গ্রাম জেলা হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার। তিনি কোনও কাজে আজ বাইকে করে বেবিয়ে ছিলেন। হাসপাতাল ফেরার পথে দুপুর দেড়­টা নাগাদ তাঁর দুর্ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনার খবরটি ঘাটাল মহকুমায় পৌঁছালে সবারই মন ভারাক্রান্ত হয়ে পড়ে।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad