এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

জন্মদিনে বৃহন্নলাদের বস্ত্র ও মিষ্টি বিতরণ

Published on: October 2, 2020 । 8:46 PM

মোনালিসা বেরা: পারিবারিক ভাবে কেক কেটে নয়। স্ত্রীর জন্মদিনে এলাকার বৃহন্নলাদের বস্ত্র, কেক এবং মিষ্টি বিতরণ করলেন ঘাটাল আদালতে বিশিষ্ট আইনজীবী সমীরকুমার ঘোষ। সমীরবাবুর বাড়ি চন্দ্রকোণা শহরে। আজ ২অক্টোবর তাঁর স্ত্রী রীতা ঘোষের ৪০তম জন্ম দিবস ছিল। সমীরবাবু বলেন, আজকে স্ত্রীর জন্মদিনটি পারিবারিকভাবে পালন না করে আজ চন্দ্রকোণা শহরের বেশ কয়েক জন বৃহন্নলাকে বস্ত্র, মিষ্টি ও কেক দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল।
আইনজীবীর মতে, বৃহন্নলা সমাজে অবহেলিত জনগোষ্ঠী। তাদের শারীরিক প্রতিবন্ধকতা সমাজের কাছে বড় অভিশাপ। তাঁদেরকে অনেকেই নানা রকম মন্তব্য করেন। সেটা সমীরবাবু পছন্দ করেন না। তাই স্ত্রীর জন্মদিনে তাঁদেরকে প্রতীকী শুভেচ্ছা জানানো উদ্যোগ নিয়েছিলেন তিনি।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।