এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে শুরু হচ্ছে ঘাটালের ঢলগোঢ়া-বালিডাঙ্গা রাস্তা মেরামতের কাজ

Published on: October 13, 2020 । 8:22 PM

মনসারাম কর: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ঘাটালের ঢলগোড়া-বালিডাঙ্গা রাস্তা মেরামতের কাজ শুরু হচ্ছে কয়েক দিনের মধ্যেই। ১৩ অক্টোবর আনুষ্ঠানিকভাবে তারই প্রতীকী উদ্বোধন করলেন ঘাটালের বিধায়ক শংকর দোলই। প্রতীকী উদ্বোধনে বিধায়ক সহ উপস্থিৎ ছিলেন ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি দিলীপ মাজী, পূর্ত কর্মাধ্যক্ষ মন্টু বাইরি, পঞ্চায়েত সমিতির সদস্যা উমা সমান্ত, সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ঝুমা দোলই, উপ-প্রধান বিশ্বজিৎ বারিক, প্রমুখ। জানা গেছে, প্রায় সাড়ে ৬ কিমি রাস্তার জন্য মোট বরাদ্দ হয়েছে ২ কোটি ৩০ লক্ষ ৮৪ হাজার তিনশো টাকা। বন্যা কবলিত এই রাস্তার মাঝের ২ কিমি সম্পূর্ণভাবে ঢালাই করে তৈরি করা হবে। কয়েক দিনের মধ্যেই শুরু হচ্ছে সেই কাজ। দ্রূত রাস্তার কাজ শেষ করতে পুজোর সময়ও কাজ চলবে বলে বিধায়ক জানিয়েছেন। তিনি বলেন, পথশ্রী অভিযানের আওতায় ঘাটালে মোট ২১ টি রাস্তা মেরামত করা হচ্ছে এবং জেলাপ্রশাসন আরও দুটি রাস্তার বিশেষ মেরামত করছে। তার মধ্যে সব থেকে বেশি টাকা বরাদ্দ হয়েছে এই ঢলগোঢ়া-বালিডাঙ্গা রাস্তার ক্ষেত্রেই।
প্রশঙ্গত, এই রাস্তার বেহাল দশা নিয়ে এলাকার মানুষের দীর্ঘদিনের ক্ষোভ রয়েছে। রাস্তা মেরামতের দাবিতে পথ অবরোধ হতেও দেখা গেছে। এদিন প্রতীকী উদ্বোধনে এসে ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি দিলীপ মাজী বলেন, বাম আমলে যখন এই রাস্তা তৈরি হয়েছিল তখনই এই রাস্তা সঠিক ভাবে তৈরি করা হয়নি। পরিকল্পনা মত রাস্তা না করে ঠিকাদারের সাথে গাঁটছড়া বেঁধে রাস্তার টাকা আত্মসাৎ করেছে সিপিএম নেতারা। তৈরির সময় রাস্তার যদি সঠিক কাজ হত তাহলে রাস্তার দশা অল্প সময়ে এইরকম হত না। রাস্তাটি উঁচু করে করা হলে বন্যার জলে এভাবে ভেঙে যেত না। আর তখনকার রাস্তার টাকা লুটে খাওয়া সিপিএম নেতারাই এখন তাদের ব্যর্থতা ঢাকতে রাস্তা নিয়ে বড় বড় কথা বলছে। কিছুটা সময় লেগেছে ঠিকই কিন্তু সঠিক পরিকল্পনার মাধ্যমে বর্তমান সরকারই এই রাস্তা সঠিকভাবে তৈরি করছে। তিনি আরও বলেন, এই রাস্তা আরও উন্নত করতে পরবর্তীকালে পূর্ত দপ্তরের অধীনে এই রাস্তা নিয়ে আসা হবে।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।