সঙ্গীতা ঘোড়ই:বিউলির ডালের উপর ভারতের ম্যাপ আঁকলেন ঘাটালের যুবক সৌরভ পাঁজা। তুলি দিয়ে নয়, ওয়াটার কালার ব্যবহার করে সূচ দিয়ে আঁকলেন ভারতমাতাকে বিউলির ডালের মধ্যে। ছবিটির দৌর্ঘ্য ০.৪ সে.মি. এবং প্রস্থ ০.৩ সে.মি.। শিল্পী সৌরভ পাঁজার বাড়ি ঘাটাল শহরের কোন্নগরে। ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুল থেকে মাধ্যমিক পাস করে বর্তমানে বীরভূমের একটি বেসরকারি কলেজ থেকে পলিটেকনিক করছেন সৌরভ।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।
বিউলির ডালে ভারতের ম্যাপ আঁকলেন ঘাটালের যুবক সৌরভ পাঁজা








