এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে গেল পুরসভার সাফাই ভ্যান

Published on: October 21, 2020 । 2:05 PM

সঞ্জয় চৌধুরী: নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে গেল ঘাটাল পুরসভার সা­ফাই কর্মীর গাড়ি। সেই সঙ্গে সাফাই কর্মীও গাড়ির সঙ্গে পুকুরে পড়ে যান। তবে ওই ঘটনায় সাফাই কর্মী জখম হননি বলে জানা গিয়েছে। আজ ২১ অক্টোবর সকালে ঘটনাটি ঘটেছে ঘাটাল শহরের ১৭ নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর দক্ষিণ পাড়াতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাখিরা পাড়ার সামনে পুকুরের কোণেই একটি বাঁক রয়েছে। ওই বাঁকটির সামনের পুকুরে ওই সাফাই কর্মী নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর ভ্যানগাড়ি নিয়ে উল্টে যান।
এর আগেও ওই বাঁকে দু’টি টোটো, একটি মালবাহী গাড়ি, সাইকেল ও বাইক উল্টেছে। স্থানীয়রা বলেন, পুকুরের পাড়ে গার্ডওয়াল থাকলে ওই সমস্যা হত না। এলাকার বাসিন্দারা ওই পুকুরে গার্ডওয়াল তৈরির পাশাপাশি কংক্রিটের ঢালাই রাস্তার জন্য দীর্ঘ দিন থেকে দাবি রেখে আসছেন। কিন্তু সেই দাবি পূরণ হয়নি। এর ফলেই ওই ধরনের বিপত্তি হচ্ছে। স্থানীয়দের আশঙ্কা, ওই পুকুর পাড়ের রাস্তা দিয়ে প্রত্যেক দিন স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশুরা যাতায়াত করে। পুরসভা বিষয়টি গুরুত্ব দিয়ে না দেখলে আগামীদের বড় ধরনের দুর্ঘটনা ঘটলে অবাক হওয়ার কিছু থাকবে না।
ঘাটাল পুরসভার প্রশাসনিক বোর্ডের চেয়ারপার্সন বিভাসচন্দ্র ঘোষ বলেন, ওই পুকুরের পাড়ে যে এই ধরনের দুর্ঘটনা ঘটছে তা আমার নজরে ছিল না। বিষয়টি নিয়ে আমরা অবশ্যই সদর্থক পদক্ষেপ গ্রহণ করব।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]

অতিথি সাংবাদিক

আপনিও ঘাটাল মহকুমার যে কোনও খবর পাঠিয়ে আমাদের এখানে লিখতে পারেন। যোগাযোগ:9732738015 •ইমেল:[email protected]