সৌমেন মিশ্র:সপ্তমীর দিনে মর্মান্তিক ছিনতাই! দাসপুর থানার বাসুদেবপুরে কান সমেত কানের দুল ছিঁড়ে নিয়ে পালালো দুষ্কৃতীরা। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। আজ ২৩ অক্টোবর শুক্রবার বিকেল প্রায় ৪টা নাগাদ বাসুদেবপুরের ৮০বছরের বৃদ্ধা ইরা চক্রবর্তী বাড়ির সামনে পায়চারি করার সময় দুই যুবক হঠাৎই বৃদ্ধার সাথে আলাপ জমায়,খোশ গপ্পের মাঝেই হঠাৎ দুই কানে এক সাথে টান। দুই কানের দুই সোনার দুল ছিঁড়ে নিয়ে পালায়। দুলের সাথে আটকে থাকা কানের বেশকিছুটাকরে অংশও ছেঁড়া যায়। ঘটনার আতঙ্ক সাথে যন্ত্রণায় রাস্তার মধ্যেই লুটিয়ে পড়েন আশি বছরের বৃদ্ধা। ছুটে আসেন প্রতিবেশী ও পরিবারের লোকজন। একেবারে দিনে দুপুরে এমন মর্মান্তিক ছিনতাইয়ে আতঙ্কিত এলাকার বৃদ্ধ বৃদ্ধার পাশাপাশি সাধারণ মানুষও। ঘটনার গুরুত্ব বুঝে ওই পরিবার দাসপুর পুলিশে যাচ্ছেন। স্থানীয় বাসিন্দা,অবসর প্রাপ্ত শিক্ষক ও সাহিত্যিক উমা শঙ্কর নিয়োগীও এই ঘটনায় আতঙ্কিত। রাস্তাঘাটে যাতায়াতের নিরপত্তা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন।•বৃদ্ধার ভিডিওটি দেখতে চাইলে ▶এখানে ক্লিক করতে পারেন।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।
দাসপুরের বৃদ্ধার দুল ছিনতাই
By সৌমেন মিশ্র
Published on: October 23, 2020 । 8:50 PM






