এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল ও চন্দ্রকোণা-১(ক্ষীরপাই) ব্লকের বিডিও বদলি হলেন

Published on: November 5, 2020 । 10:11 PM

নিজস্ব সংবাদদাতা: ঘাটাল মহকুমার দু’জন বিডিওর বদলির নির্দেশ এল। আজ ৫ নভেম্বর ওই নির্দেশ এসেছে। ওই দু’জন বিডিও হলেন ঘাটাল ব্লকের বিডিও অরিন্দম দাশগুপ্ত এবং চন্দ্রকোণা-১ বিডিও অভিষেক মিশ্র। অরিন্দম দাশগুপ্ত বদলি হয়ে যাচ্ছেন দক্ষিণ দিনাজপুরের হেড কোয়ার্টারের ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়ে। তাঁর পরিবর্তে ঘাটালে বিডিও হয়ে আসবেন সঞ্জীব দাস। সঞ্জীববাবু বর্তমানে বাঁকুড়া জেলার রাইপুরের বিডিও হিসেবে রয়েছেন।চন্দ্রকোণা-১ ব্লকের বর্তমান বিডিও  অভিষেক মিশ্র পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের বিডিও হয়ে যাচ্ছেন। তাঁর পরিবর্তে আসবেন রথীন্দ্রনাথ অধিকারী। রথীন্দ্রবাবু বর্তমানে বাঁকুড়া জেলার সিমলাপালের বিডিও হিসেবে রয়েছেন।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad