এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে নিখোঁজ ব্যক্তির খোঁজে পুকুরের জল মারতে বসল ৬ টি পাম্প

Published on: January 1, 2021 । 11:02 PM

তৃপ্তি পাল কর্মকার: নিঁখোজ ব্যক্তির তল্লাশি চালাতে পুকুরের জল মারতে ৬টি পাম্প বসানো হল। আজ সন্ধ্যে থেকে দাসপুর থানার দাসপুর থানার জোতমণিরামের একটি পুকুরে ওই পাম্প বসানো হয়েছে। নিখোঁজ ব্যক্তির নাম অশোক হাজরা। বয়স ৫০ এর আশেপাশে। অশোকবাবু গত কাল তথা ৩১ ডিসেম্বর রাত নটা থেকে নিঁখোজ। গতকাল তার জুতো এবং সাইকেল গ্রামেরই একটি পুকুর ধারে দেখা যায়। কিন্তু মানুষটাকে ধারে কাছে দেখা যায়নি। আজ সকালেও অশোকবাবু বাড়ি ফিরে আসেননি। সারাদিন দেখার পর পুকুরের জল মারবার জন্য জল তোলার পাম্প বসানো হয়। বিকেল ৫টা থেকে ৬ টি হোণ্ডা মেশিন পুকুরের জল তুলতে শুরু করে। এলাকার মানুষ সন্দেহ করছেন যে কোনভাবে মদ্যপ অবস্থায় পুকুরে পড়লেও পড়তে পারেন অশোকবাবু। জানা গিয়েছে পুকুরের জল একেবারে না তুলে ফেলা পর্যন্ত ওই পাম্পগুলি চালানো হবে।•ভিডিও

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad