অভীক ঘোষ: স্বেচ্ছায় রক্তদান শিবির ও শীতবস্ত্র বিতরণের আয়োজন করলো অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন। আজ ৭ জানুয়ারী বৃহস্পতিবার চন্দ্রকোনা পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের সেন্ট্রাল বাসস্ট্যান্ডে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের চন্দ্রকোনা-২ ব্লক কমিটির উদ্যোগে এই কর্মসূচী নেওয়া হয়। শিবিরে মোট ৫০ জন রক্তদান করেন একই সাথে এলাকার মোট ১৫০ জন মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়। এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন তথা আইমা’র উচ্চ ও স্থানীয় নেতৃত্ব সহ স্থানীয় জনপ্রতিনিধিরা।
চন্দ্রকোনায় অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের রক্তদান শিবির ও ও শীতবস্ত্র বিতরণ







