এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

পাঁচবেড়িয়া হাইস্কুলের প্ল্যাটিনাম জয়ন্তী উৎসব পালিত হল

Published on: January 13, 2021 । 7:09 PM

শ্রীকান্ত ভুঁইয়া: সাড়ম্বরে নয়,একেবারে কাটছাঁট করে স্কুলের প্লাটিনাম জয়ন্তী পালন করল দাসপুর-১ ব্লকের পাঁচবেড়িয়া রামচন্দ্র স্মৃতি শিক্ষা মন্দির। আজ ১৩ই জানুয়ারি আজ বুধবার অনুষ্ঠানের শুরুতে প্রথমেই প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি শচীনন্দন সাউ। উপস্থিত ছিলেন অন্যান্য অতিথি বর্গরা। বিভিন্ন সচেতনতামূলক প্রচারের উদ্দেশ্যে স্কুল পক্ষ একটি ট্যাবলো বার করা হয়। যে ট্যাবলোটি পাঁচবেড়িয়া গ্রামপঞ্চায়েতের কয়েকটি গ্রাম পরিক্রমা করে। স্কুলের প্রধান শিক্ষক তাপস মাইতি জানান, প্লাটিনাম জুবিলী উদযাপনকে সামনে রেখে আগামী ২০২২ সালের ২২ জানুয়ারি পর্যন্ত স্কুলের বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠান,সাংস্কৃতিক অনুষ্ঠান রাখা হয়েছে।
তবে অনুষ্ঠান সংক্ষিপ্ত হলেও আজকের এই অনুষ্ঠানকে নিয়ে স্কুল পড়ুয়াদের মধ্যে উদ্দীপনা ছিল লক্ষ্য করার মতো।  •ভিডিও

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad