এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে পথ দুর্ঘটনায় মৃত এক শিক্ষক, জখম ১

Published on: January 22, 2021 । 10:07 AM

তৃপ্তি পাল কর্মকার:সাত সকালেই পথ দুর্ঘটনায় মৃত এক শিক্ষক। আজ ২২ জানুয়ারি সকালে ওই দুর্ঘটনাটি ঘটেছে ঘাটাল-ক্ষীরপাই রাস্তার শিমুলিয়ার কাছে। মৃত ব্যক্তির নাম অমিয় চক্রবর্তী(৫২)। বাড়ি ঘাটাল থানার খড়িকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো আজ সকালে অমিয়বাবু বাড়ি থেকে হেঁটে-হেঁটে বড়দার দিকে টিউশন পড়াতে আসছিলেন। সেই সময় ঘাটালের দিক থেকে নিউ তাজ নামে ‘পাঁশকুড়া-বর্ধমান’ বাসটি একটি লরিকে ওভারটেক করতে গিয়ে অমিয়বাবুকে পিষে দেন। পিছনেই একটি বাইক আরোহী ছিলেন তাঁর বাইকটিও দুমড়ে মুচড়ে যায়। তিনিও অল্প বিস্তর জখম হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, অমিয়বাবু রাস্তার একেবারে ধার দিয়ে যাচ্ছিলেন তিনি কোনও রকম ট্রাফিক রুল ভাঙেননি। লরিটিকে ওভারটেক করতে গিয়েই ওই ঘটনা ঘটেছে। সঙ্গে সঙ্গে অমিয়বাবুকে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে হাসপাতালের চিকিৎসকরা তাঁকে মৃতবলে ঘোষণা করেন
ঘাটাল থানার পুলিশ জানিয়েছে, বাসটিকে আটক করা হয়েছে। চালক ও বাস কর্মীরা পলাতক। •ভিডিও

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad