রবীন্দ্র কর্মকার: দাসপুরে চুরির ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েই চলেছে। ২২ জানুয়ারি একই রাতে পাশাপাশি তিনটি গ্রামে চুরির ঘটনা ঘটায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তিনটিই সরকার নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান। দাসপুর-২ ব্লকের খাঞ্জাপুর গ্রাম পঞ্চায়েত অফিসটি রয়েছে শ্রীরামনগর গ্রামে। ওই অফিসের তালা ভেঙে দুটি ল্যাপটপ এবং নগদ কিছু টাকা নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। শ্রীরামনগরের পাশের গ্রামে গোপালপুর। গোপালপুর দেশবন্ধু চিত্তরঞ্জন হাইস্কুলের বেশ কয়েকটির রুমের তালা ভেঙে নথিপত্র তছনচ করা হয়। স্কুল এখনও খতিয়ে দেখেনি কীকী চুরি গিয়েছে। শ্রীরামনগর ও গোপালপুর লাগোয়া দুবরাজপুর নেতাজি প্রাথমিক বিদ্যালয়েরও তালা ভেঙে দুষ্কৃতীরা অফিসে প্রবেশ করে কিছু নথি নিয়ে পালিয়ে গিয়েছে বলে ওই স্কুলের প্রধান শিক্ষক সৌমেন্দ্র চৌধুরী জানিয়েছেন। দিনদিন চুরি বেড়েই চলায় আতঙ্কিত সবাই। চুরি কমাতে প্রশাসন কিছু পদক্ষেপ নিক চাইছেন সবাই। •ভিডিও
দাসপুরে গত রাতে পঞ্চায়েত অফিস ও দুটি বিদ্যালয়ে চুরি, চাঞ্চল্য
Published on: January 23, 2021 । 12:19 PM




