এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

যার জন্য প্রচারে এলেন তারকা ,খোদ প্রার্থীকেই দেখা গেল না সভায়, জল্পনা

Published on: March 14, 2021 । 9:32 PM

শুভম চক্রবর্তী: তোমার দেখা নাইরে তোমার দেখা নাই,দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে এসে যাদবপুরে সংসদ মিমি চক্রবর্তীর এমনই অবস্থা হল ঘাটালের শ্রীপুরে। অসম বিধানসভা নির্বাচনে চন্দ্রকোনা দলীয় প্রার্থী অরূপ ধারার এবং ঘাটালের দলীয় প্রার্থী শঙ্কর দোলইয়ের সমর্থনে রোড শো এবং স্ট্রিট কর্নার করতে আসেন রবিবার তৃণমূল নেত্রী তথা যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী। •ভিডিও
চন্দ্রকোণায় দলীয় প্রার্থী অরূপ ধাড়াকে নিয়ে রোড শো করলেও ঘাটালে যার জন্য প্রচারে আসা তাকেই পাওয়া গেলো না। সভা মঞ্চ থেকে সাংসদকে বারবার প্রার্থী খোঁজ করতেও দেখা গেল। পরিস্থিতি সামাল দিতে দলীয় নেতা দয়াময় চক্রবর্তী আর দিলীপ মাজিকে কাঁচুমাচু মুখে বলতে শোনা গেল উনি অন্য মিটিংয়ে ব্যস্ত আছেন তাই আসতে পারেননি।
প্রসঙ্গত মিমি চক্রবর্তী যে দলীয় প্রার্থীর সমর্থনে আসবেন এমন সভাটি পূর্ব নির্ধারিত ছিল এবং নির্দিষ্ট সময়ের অনেক পরেই তিনি মঞ্চে উপস্থিত হন।
এমন ঘটনায় উপস্থিত জনতার মধ্যে রীতিমতো ঠাট্টা তামাশার গুঞ্জনও শোনা গেল। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে একজন সাংসদ এবং সর্বোপরি একজন তারকার সুচি পূর্বনির্ধারিত জেনেও খোদ প্রার্থী সভায় অনুপস্থিতর মধ্যে দিয়ে কি সেই গোষ্ঠী কোন্দল আবার সামনে উঠে এলো?
👆 আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি লাইক করুন

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।