এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

সময় পাল্টেছে, সময় পাল্টাবে, আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাবে কি?

Published on: May 14, 2021 । 7:08 AM

আশিস সামন্ত: সময় কিভাবে পাল্টে যায়। গতবছর ঠিক এইরকম সময় সরকার বড় বড় প্রচারে ঝড় তুলছে – “করোনার যুদ্ধে সারা বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে ভারত।” রাতারাতি WHO এর এক্সসিকিউটিভ চেয়ারম্যান করা হল আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন কে (May 22, 2020)। তারপর থেকে নামটা আর শোনাই গেল না। এর পর রাফায়েল বিমান এলো, চীনের সঙ্গে যুদ্ধ যুদ্ধ মহড়া হল, বিহারে ভোট হল, রাম মন্দিরের ভূমি পূজা হলো, নুতন কৃষি বিল পাশ হলো, প্রধান মন্ত্রীর জন্য ৮৪৫৮ কোটির ব্যক্তিগত বোয়িং ৭৭৭ বিমান হলো, আত্ম নির্ভর ভারত ঘোষণা হল। হোলো তো অনেক কিছু কিন্তু শেষ পর্যন্ত সেই তো হাত পাততে হল।
করোনা আমাদের অনেক কিছু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে গেলো। গত ২ বছরে প্রায় আড়াই-তিন লক্ষ মানুষ করোনাতে মারা গেছেন। কিন্তু অসুস্থতার জন্য মৃত্যু তো করোনার আগেও ছিল। ২০১৯ সালে ভারতে মৃত্যু হয়েছিল প্রায় ১ কোটি মানুষের (১০১৫২০৬০). তার মধ্যে হার্টের রোগে ১৮ লক্ষ, ক্যান্সারে ৮ লক্ষ, স্ট্রোকে ৭ লক্ষ, যক্ষা এবং অন্যান্য ফুসফুসের রোগে ৫ লক্ষ, শিশু এবং প্রসূতির মৃত্যু প্রায় ৩ লক্ষ, ইনফ্লুয়েঞ্জা ডেঙ্গু প্রভৃতি সংক্রামন জ্বরে ২.৪ লক্ষ। তবুও আমাদের টনক নড়েনি। করোনা সেটা নাড়িয়ে দিয়েছে। আমরা স্বাস্থ্য খাতে খরচ করি জিডিপি এর ৩.৫%. আমরা বাজার অর্থনীতি নিয়ে ভেবেছি কিন্তু সামাজিক অর্থনীতি নিয়ে ভাবিনি। আমরা ধর্ম নিয়ে ভেবেছি, মানুষ নিয়ে ভাবিনি।
আমাদের আর্থিক ক্ষমতা সীমিত। তাই আমাদের সিদ্ধান্ত নিতেই হবে কোন বিষয়ে আমাদের বেশি গুরুত্ব দিতে হবে আর কোনটাতে কম। ৫ ট্রিলিয়ন ডলার অর্থনীতি, সুপার হাইওয়ে, বুলেট ট্রেন, মন্দির, মূর্তি, স্টেডিয়াম এসবের দিকে বেশি নজর দেব অথবা ৩৪.৭% অপুষ্টিতে ভোগা শিশুদের খাদ্য আর স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা করব? বাচ্চার দুধ আগে না স্টেটাস আগে। প্রসঙ্গত বিশ্ব ক্ষুধা সূচকে ১০৭ টি দেশের মধ্যে ভারতের স্থান ৯৪। হয়তো প্রয়োজন আছে, কিন্তু দিনের পর দিন লকডাউন এর ভয়াবহ পরিণামটাও যেন সরকার মাথায় রাখেন। বিরোধী দলের বন্ধ ডাকার মতো সরকারের লকডাউন ঘোষণা করাটা সহজ। বেকারত্ব প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কিন্তু কৃষি আর ক্ষুদ্র শিল্প তো শেষ, এবার ক্ষুদ্র ব্যবসাও শেষের পথে।আজ খুশির ঈদ। পরমেশ্বেরের কাছে সবার সুস্বাস্থ, সমৃদ্ধি এবং শান্তি প্রার্থনা করি।
•আমাদের ফেসবুক পেজ:https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/
•ইউটিউব চ্যানেল:https://www.youtube.com/SthaniyaSambad
•আমাদের সংবাদপত্রের মোবাইল অ্যাপ:https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en
•টেলিগ্রাম চ্যানেল:https://t.me/SthaniyaSambadGhatal

অতিথি সাংবাদিক

আপনিও ঘাটাল মহকুমার যে কোনও খবর পাঠিয়ে আমাদের এখানে লিখতে পারেন। যোগাযোগ:9732738015 •ইমেল:[email protected]