সরকারকে ধান কেনার পরিমাণ বাড়াতে হবে দাবি তুললেন কৃষকেরা

তনুপ ঘোষ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: সরকারকে ধান ক্রয়ের পরিমাণ বাড়াতে হবে দাবি কৃষকদের। গত বৎসর থেকেই লকডাউনের জেরে সর্ব স্তরের মানুষের প্রায় নাজেহাল অবস্থা। কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে চলতে গিয়ে সবচেয়ে বড়ো ক্ষতির মুখে পড়তে হয়েছে কৃষকদের। সবজি থেকে শুরু করে ধান-চালের বাজার মন্দা চলছে। চলতি বছরেও একইভাবে কৃষকদের ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে। একদিকে করোনা পরিস্থিতির কারণে লকডাউন অন্যদিকে হঠাৎ করে ইয়াসের তাণ্ডব। এ যেন গোদের ওপর বিষফোঁড়া। এই লকডাউনে কৃষকদের তাঁদের মজুত ধান সরকারি নির্ধারিত মূল্যে বাজারে বিক্রয় করতে এসে লোকসানের সম্মুখীন হতে হচ্ছে বলে জানান তাঁরা। কৃষকদের দাবি, বর্তমান সরকার চাষি প্রতি মাত্র ১০ কুইন্টাল ধান ক্রয় করছে। এই ১০ কুইন্টাল ধান বাজারে বিক্রি করতে আসতে কৃষকদের পরিবহণ খরচ অনেকটাই বেশি হচ্ছে আগের তুলনায়। তার ওপর রাসায়নিক সার-ওষুধের বাজার মূল্য আগের থেকে দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। তাই লাভের তুলনায় লোকসানটাই বেশি হচ্ছে। তাই মাথায় হাত কৃষকদের। সরকারের কাছে আবেদন, সরকার অন্তত কমপক্ষে চাষি প্রতি ৩০ কুইন্টাল ধান ক্রয় করে। নাহলে পরবর্তীকালে চাষিরা আরও বড়সড় ক্ষতির সম্মুখীন হতে পারেন।  আমাদেরর ফেসবুক পেজ:https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/•ইউটিউব চ্যানেল: https://www.youtube.com/SthaniyaSambad •আমাদের সংবাদপত্রের মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en •টেলিগ্রাম চ্যানেল: https://t.me/SthaniyaSambadGhatal

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015