এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

বন্যা দুর্গতদের জন্য ত্রাণ পোঁছে দিল ঘাটাল প্রশাসন

Published on: June 20, 2021 । 8:27 PM

কুমারেশ চানক👆স্থানীয় সংবাদ•ঘাটাল[মো:96791 52380]: আজ ২০ জুন রবিবার মনশুকায় ত্রাণ নিয়ে পৌঁছে যান মহকুমা শাসক সৌভিক চট্টোপাধ্যায় ও ঘাটালের বিডিও সঞ্জীব দাস, সাথে উপস্থিত ছিলেন মনশুকা-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ গ্রাম পঞ্চায়েতের কর্মীবৃন্দরা। গ্রাম পঞ্চায়েত  প্রধান রাত্রি পণ্ডিত সাতিক জানান, প্রশাসনের তরফে  বন্যা কবলিত এলাকার মানুষদের চাল, ত্রিপল, শাড়ি, ধুতি, জামা বিভিন্ন প্রয়োজনীয়  জিনিস হাতে তুলে দেওয়া হয়েছে। বন্যা পরিস্থিতির যাবতীয় দিক নজর রাখতে  নৌকায় করে এলাকা ঘুরে দেখেন মহকুমা শাসক সৌভিক চট্টোপাধ্যায় ও ঘাটালের বিডিও সঞ্জীব দাস। 

 

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015