এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটালের মহকুমা শাসক বদলি হলেন, নতুন মহকুমা শাসক হচ্ছেন সুমন বিশ্বাস

Published on: July 2, 2021 । 8:57 PM

সুইটি রায়, স্থানীয় সংবাদ ঘাটাল: ঘাটালের মহকুমা শাসক সৌভিক চট্টোপাধ্যায় বদলি হলেন। তাঁর পরিবর্তে নতুন মহকুমা শাসক হয়ে আসছেন সুমন বিশ্বাস। ঘাটাল মহকুমার অফিসের ডেপুটি ম্যাজিস্ট্রেট অর্জুন পাল জানান,  সুমনবাবু মুর্শিদাবাদ জেলার স্পেশাল ল্যান্ড অ্যাকুজিশন অফিসার ছিলেন। অন্যদিকে ঘাটালের মহকুমা শাসক সৌভিক চট্টোপাধ্যায় পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত জেলা শাসক হয়ে যাচ্ছেন। •ছবিটি সুমন বিশ্বাসের।

সুইটি রায়

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। বাড়ি ঘাটাল শহরে(কুশপাতা ১৭ নম্বর ওয়ার্ড• পশ্চিম মেদিনীপুর)। আমার শহর ঘাটালের যে কোনও খবরই অবিকৃতভাবে সকলের সামনে তুলে ধরাতেই আমার আগ্রহ। •মো: 9732738015/9933998177 •ইমেল: [email protected]