এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

গোপীগঞ্জের রেশন ডিলারকে সাময়িক ‘বরখাস্ত’ করা হল

Published on: July 7, 2021 । 11:30 AM

তৃপ্তি পাল কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর থানার উত্তরবাড়ের রেশন ডিলার হাফিজুর রহমানকে সাময়িক ভাবে বরখাস্ত করল ঘাটাল মহকুমা খাদ্য ও সরবরাহ দপ্তর। ওই দপ্তর সূত্রে জানানো হয়েছে, এলাকার বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে হাফিজুর রহমানের উপর সাসপেনশন আনা হয়েছে।  ফলে তিনি চলতি সপ্তাহ থেকে আর রেশনের মালপত্র দিতে পারবেন না।  উত্তর বাড়ের চারটি বুথ এবং মানিকদীপার একটি বুথের সমস্ত উপভোক্তারা এবার থেকে মহিষঘাটার  রেশন ডিলার ভগীরথ মাইতির কাছ থেকে মালপত্র পাবেন। •ছবিটি প্রতীকী।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad