শ্রীকান্ত ভুঁইঞা,দাসপুর,স্থানীয় সংবাদ: বাড়ির ছাদ ঢালাইয়ের ভাইভ্রেটর মেশিনে ইলেকট্রিক শক আর তাতেই মর্মান্তিক মৃত্যু দাসপুর থানার লক্ষ্মীকুন্ডু গ্রামের বছর ২৩ এর প্রদীপ হাইতের।স্থানীয়দের থেকে জানা গেছে আজ ১০ জুলাই শুক্রবারের সকাল থেকেই ওই গ্রামের অশোক হাইতের ছেলে প্রদীপের নতুন বাড়ির ছাদ ঢালাই চলছিল। সেই কাজ চলাকালীন প্রদীপও কাজে ব্যস্ত ছিল।
কাজের মাঝেই আজ দুপুর ১২টা নাগাদ ছাদ ঢালাইয়ের ভাইব্রেটর মেশিনে প্রদীপ ইলেকট্রিক শক খায়। তার শক একটাই গুরুতর ছিল যে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মর্মান্তিক এই ঘটনায় গ্রামে এখন শোকের ছায়া!

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://www.ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)










