এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

রথযাত্রার পুণ্য তিথিতে চাঁইপাট ফরিদপুর দুর্গোৎসবের খুঁটি পুজো

Published on: July 12, 2021 । 7:25 PM

নিজস্ব সংবাদদাতা,দাসপুর: দাসপুর ২ ব্লকের চাঁইপাট ফরিদপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির এবারের পুজো ৫ম বর্ষে পড়লো৷ আজ সোমবার রথযাত্রার দিনে খুঁটিপুজোর মাধ্যমে পুজোর আগাম প্রস্তুতি শুরু করলেন কমিটির উদ্যোগতারা৷

কমিটির সভাপতি আশিষ জানা জানিয়েছেন, সরকারি নির্দেশিকা ও কভিড বিধি মেনে পুজোর আয়োজনে, আগাম পরিকল্পনা শুরু করছেন তাঁরা৷ উল্লেখ্য, গত বছর বিশ্ববাংলা ‘সেরা পুজো’র প্রতিমা বিভাগে মহকুমায় প্রথম হয়েছিল ওই পুজো কমিটি৷ স্বভাবতই এবারও তাঁদের পুজোয় কিছু নয়া চমক থাকবে তা বলাই বাহুল্য।

বান্টি

▪️সাংবাদিক, ‘স্থানীয় সংবাদ’। মো: 97751 15364