ঘাটাল থানার পুলিশের সাফল্য: ফ্ল্যাটে চুরির ৭ দিনের মাথায় চোর ধৃত

তৃপ্তি পাল কর্মকার: ঘাটাল শহরের কোন্নগর ১৬ নম্বর ওয়ার্ডের একটি ফ্ল্যাটে থাকেন বিদ্যুৎ দপ্তরের এক কর্মী মহাশ্বেতা দে। ৩ জানুয়ারি তাঁর ফ্ল্যাটের গেটের তালা ভেঙে প্রায় তিন লক্ষ টাকার গয়না চুরি হয়। সিসি ক্যামেরার ফুটেজে দুষ্কৃতীর ছবিও পাওয়া যায়। ফ্ল্যাটের নীচে একটি বাইকও ছিল। তবে বাইকের কোনও নম্বর ছিল না। পুলিস সেই গাড়ির মডেল ট্রাক করেই সৌমাল্যকে গ্রেপ্তার করে। ৯ জানুয়ারি ঘাটাল থানার এসআই কৌশিক সেন পুলিস বাহিনী নিয়ে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থেকে সৌমাল্যকে গ্রেপ্তার করে ঘাটালে নিয়ে আসেন। আজ ১০ জানুয়ারি সৌমাল্যকে ঘাটাল আদালতে তোলা হলে আদালত তার পাঁচ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছে। ওসি দেবাংশু ভৌমিক বর্তমানে সৌমাল্যকে নিয়ে চুরি যাওয়া গয়না উদ্ধারের জন্য অন্য জেলায় গিয়েছেন। পুলিসের এই সাফল্যে খুশি ঘাটাল শহরের বাসিন্দারা।
•ধৃত যুবকের বায়োডাটা দেখলে চমকে উঠবেন

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!