এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে কাঠের সমিলে আগুন, পুড়ে ছাই বেশ কয়েক লক্ষ টাকার কাঠ

Published on: April 18, 2022 । 8:03 AM

মন্দিরা মাজি, স্থানীয় সংবাদ ঘাটাল: গত রাতে ঘাটাল থানার রাধানগরে বরুণ ঘোষের শ‘মিলে আগুন লেগে ভস্মীভূত হয়ে যায় পুরো কাঠ মিলটি। আগুন লাগার খবর পেয়ে ঘাটাল থেকে দমকলের দু’টি ইঞ্জিন গিয়ে ভোর থেকে আগুন নেভানোর কাজ চালাচ্ছে। কিন্তু এখনও আগুন নেভানো সম্ভব হয়নি। কী কারণে আগুন লেগেছে তা এখনও পরিষ্কার নয়। ঘাটাল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রশান্ত রায় বলেন, তবে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে।

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015