এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

অধ্যাপক প্রণবকুমার হড়ের জীবনাবসান

Published on: June 18, 2022 । 12:20 PM

নিজস্ব সংবাদদাতা: ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রণবকুমার [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]হড়ের জীবনাবসান হল। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। আজ ১৮ জুন ২০২২ সকাল সাড়ে ১০টা নাগাদ কলকাতার একটি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে তাঁর মৃত্যু হয়। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরে তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।
প্রণববাবু ঘাটাল কলেজ ছাড়াও দীর্ঘ দিন ধরে ঘাটাল বসন্ত কুমারী বালিকা বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি ছিলেন। ঘাটাল মহকুমা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দ্বিশত জন্মবর্ষ উদযাপন কমিটির সভাপতি ছিলেন। এছাড়াও তিনি বেশ কয়েকটি অরাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে সমাজসেবা মূলক কাজ করে গিয়েছেন। তাঁর মৃত্যুতে সারা মহকুমার বুদ্ধিজীবী মহল, তাঁর ছাত্রছাত্রী ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।