এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

পরকীয়া : পুলিশ উদ্ধার করে নিয়ে গেল প্রেমিক প্রেমিকাকে

Published on: July 2, 2022 । 5:21 PM

নিজস্ব সংবাদদাতা: জনরোষ থেকে চন্দ্রকোণা থানার পুলিশ এসে উদ্ধার করে নিয়ে গেছে পরকীয়ার অভিযোগে অভিযুক্ত প্রেমিক প্রেমিকাকে। ১ জুলাই সারারাত ধরে চন্দ্রকোণার কুলদহে চলছে ঘটনার জের। এক গৃহবধু ও পাশের গ্রামের এক যুবককে একসাথে দেখে রটিয়ে দেওয়া হয় তারা আপত্তিকর অবস্থায় ছিল। দ্রুত গতিতে মোবাইল বন্দি হয়ে সেই ছবি ভাইরাল করে দেওয়া হয়। ইলেকট্রিক খুঁটিতে বেঁধে রাখা হয় যুগলকে। সারারাত ঝাঁটা জুতো লাঠি দিয়ে মার তো ছিলই, সেইসঙ্গে খাবার জলটুকু দেওয়া হয়নি। প্রকৃতির ডাকে সাড়া দিতেও যেতে দেওয়া হয়নি। খবর পেয়ে সকালে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ওই যুবক আর ওই গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চন্দ্রকোনা ১ ব্লকের কুলদহ গ্রামের এক গৃহবধূর সাথে পাশের গ্রাম মনোহরপুরের এক যুবকের বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে শুক্রবার রাতে গ্রামের লোকজন অপ্রীতিকর অবস্থায় দেখে তাদের টেনে হিঁচড়ে বার করে নিয়ে আসে। তারপরে তাদের গ্রামেরই এক বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর চালানো হয়।খবর পেয়ে শনিবার সকালে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে নিয়ে আসে। ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে দু’জনের প্রাথমিক চিকিৎসা করানো পর তাঁদের পুলিসি নিরাপত্তায় রাখা হয়েছে। ঘাটাল মহকুমা পুলিস আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী বলেন, এনিয়েএখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।