বাবলু মান্না, স্থানীয় সংবাদ, ঘাটাল: আজ ১৩ জুলাই রাতে দাসপুরে ধরা পড়ল চোর, আগে কোথায় কোথায় কী কী চুরি করেছিল তাও সে অকপটে স্বীকার করে নিল। দাসপুর থানার ফরিদপুর গ্রামে বেশ কয়েকদিন ধরে চুরির ছক কষে ঘাপটি মেরে বসেছিল চোর। আজ গ্রামবাসীদের সন্দেহ হওয়ায় তাকে জিজ্ঞাসা বাদ করে অসংলগ্ন কথা শুনে খুঁটিতে বেঁধে গণ ধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://www.ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)











