এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

১ম থেকে ১০ম শ্রেণির মেধা পরীক্ষার ফর্ম পূরণ চলছে

Published on: July 17, 2022 । 8:57 AM

মন্দিরা মাজি[স্থানীয় সংবাদ, ঘাটাল]: কলকাতার একটি বেসরকারি সংস্থার [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] উদ্যোগে অন্যান্য বছরের মতো এবছরও ‘মেধা অন্বেষণ পরীক্ষা’ হচ্ছে। প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণির বাংলা ও ইংরেজি মাধ্যমের ছাত্রছাত্রীরা ওই পরীক্ষায় বসতে পারবে। ফর্ম পূরণের জন্য খরচ হবে ৮০ টাকা।  তবে ইংরেজি মাধ্যমের পরীক্ষার জন্য ফর্ম পূরণের খরচটা বেশি পড়বে। পরীক্ষায় বসার জন্য ৩০ জুলাই ২০২২ তারিখের মধ্যে ফর্ম পূরণ করে নিতে হবে।  ঘাটাল মহকুমায় ফর্ম পূরণ করা যাবে ঘাটাল টাউন হলের সামনে ‘নিউ বুক সাপ্লাই’ বই দোকানে। সেপ্টেম্বর মাসে  প্রত্যেক শ্রেণিতে দুটি অর্ধে পরীক্ষা নেওয়া হবে। প্রথম অর্ধে ‘মানসিক পারদর্শিতার পরীক্ষা’[Mental Ability Test] এবং দ্বিতীয় অর্ধে ‘প্রজ্ঞা প্রবণতার পরীক্ষা’[Scholastic Aptitude Test]। বিস্তারিত জানতে ৮০০১১৮৭৩৭৯(কে.বি.রায়) নম্বরে যোগাযোগ করতে পারেন।[মন্দিরা মাজির ফেসবুক👉 https://www.facebook.com/mandira.maji.7140]

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015