এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

আগামী দিনে মুমূর্ষু রোগীদের বাঁচাতে এই ফর্মটি পূরণ করে রাখুন

Published on: July 25, 2022 । 10:27 AM

রক্তের RHF নেগেটিভ ব্যক্তিদের কাছে ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাসের  আবেদন!!  ‘রক্তের গ্রুপের RH ফ্যাক্টর নেগেটিভ(­-) খুব কম মানুষের মধ্যেই রয়েছে। RH ফ্যাক্টর নেগেটিভ(­-) রক্তের অভাবে বহু রোগীর প্রাণ সংশয় হয়। ঘাটাল মহকুমায় যাদের রক্তের RH ফ্যাক্টর নেগেটিভ(­-) তাঁদের নামের একটি তালিকা তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে RH ফ্যাক্টর নেগেটিভ(­-)রক্তের প্রয়োজনে তাঁদের সঙ্গে সঙ্গে কল করে মুমূর্ষু রোগীকে রক্ত দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে। তাই সবিনয় অনুরোধ, আপনাদের মধ্যে যাদের RH ফ্যাক্টর নেগেটিভ(­-) রয়েছে তাঁরা গুগল ফর্মের এই 👉   https://forms.gle/qFs9g57JkADCe86j7  লিঙ্কটিতে ক্লিক করে কয়েকটি তথ্য দিয়ে তালিকা ভুক্ত হ’ন। এই তালিকাটি মহকুমা প্রশাসনের কাছে থাকবে। তালিকাটি তৈরি হলে বহু মুমূর্ষু রোগীর অকালে প্রাণ যাবে না।’

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad