এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে বিনাব্যয়ে চক্ষু পরীক্ষা শিবির

Published on: July 26, 2022 । 11:05 PM

নিজস্ব সংবাদদাতা: বিনাব্যয়ে চক্ষু পরীক্ষা শিবির হল ঘাটালের রাধানগরে। আজ ২৬ জুলাই গান্ধী মিশন ট্রাস্টের সহযোগিতায় এবং রেডক্রশ সোসাইটির পরিচালনায় ওই শিবিরে ৪০ জন বিনাব্যয়ে চোখ পরীক্ষা করান।রেডক্রশের সদস্য শুভদীপ সিংহরায় বলেন, ওই শিবিরে উপস্থিত ছিলেন ঘাটাল পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ প্রশান্ত রায় সহ অনেকেই।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177