নিজস্ব সংবাদদাতা: বিনাব্যয়ে চক্ষু পরীক্ষা শিবির হল ঘাটালের রাধানগরে। আজ ২৬ জুলাই গান্ধী মিশন ট্রাস্টের সহযোগিতায় এবং রেডক্রশ সোসাইটির পরিচালনায় ওই শিবিরে ৪০ জন বিনাব্যয়ে চোখ পরীক্ষা করান।রেডক্রশের সদস্য শুভদীপ সিংহরায় বলেন, ওই শিবিরে উপস্থিত ছিলেন ঘাটাল পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ প্রশান্ত রায় সহ অনেকেই।
ঘাটালে বিনাব্যয়ে চক্ষু পরীক্ষা শিবির
Published on: July 26, 2022 । 11:05 PM













