এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

জলের তোড়ে ভেঙে গেল ঘাটালের সাতটি সাঁকো, যোগাযোগ বিচ্ছিন্ন বহু গ্রামে

Published on: August 12, 2022 । 9:16 AM

কুমারেশ চানক, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: বৃহস্পতিবার রাত থেকে হঠাৎ ঝুমি নদীর জল বাড়তেই জলের তোড়ে ভেঙে গেল একের পর এক মোট ৭ টি বাঁশের সাঁকো । বহু গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল ঘাটাল ব্লকের। সমস্যায় পড়ছেন বেশ কয়েক হাজার পরিবার। যদিও ঘাটাল পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি দিলীপকুমার মাজি জানিয়েছে, যে সমস্ত এলাকায় বাঁশের সাঁকোগুলি ভেঙে গিয়েছে সেই সমস্ত এলাকার ঘাট বরাত পাওয়া ব্যক্তিদের যোগাযোগ করে যুদ্ধকালীন তৎপরতায় নৌকা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
প্রসঙ্গত, বাড়ছে ঘাটালের ঝুমি নদীর জল আতঙ্কের মেঘ দেখছে ঘাটালবাসী, গতকাল থেকেই খরস্রোতা হয়েছে এই নদী সেই স্রোতেই গতরাত থেকে ভাঙতে শুরু হয়েছে একের পর এক সাঁকো। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই নদী তীর বরাবর মোট ১০ কিমি এলাকার মধ্যে মোট সাতটি নদীপারাপারের বাঁশের সাঁকো ভেঙে তছনছ। এই মুহূর্তে পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন দুই পাড়ের ৫০থেকে ৬০ টি গ্রামের হাজার হাজার মানুষের। বরাত পাওয়া ঘাট মালিকেরা নৌকা বা ভুটভুটির মাধ্যমে দুই পাড়ের মানুষের মধ্যে যোগাযোগ পরিষেবা দেওয়া চেষ্টা চালাচ্ছে। তবে পরিকাঠামো গত ঘাটতি থাকার জন্য যোগাযোগ বিচ্ছিন্ন। আজ শুক্রবার সকাল থেকেই পারাপারের সমস্যায় পড়েছেন নিত্য যাত্রী, স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে এলাকার মানুষজন।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।