এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

প্রয়ান দিবসে দীনময়ীর মূর্তিতে মালা দেওয়া হল না

Published on: August 13, 2022 । 10:54 PM

মৌমিতা দাঁ, স্থানীয় সংবাদ, ঘাটাল: আমাদের মধ্যে যেখানে-সেখানে মনীষীদের মূর্তি স্থাপন করার চরম উৎসাহ লক্ষ্য করা যায়। কিন্তু যথা সময়ে তাঁদের গলায় মালা দেওয়ার কথা মনে থাকে না।  আজ ১৩  আগস্ট বিদ্যাসাগরের সহধর্মিণী দীনময়ী দেবীর তিরোধান দিবস। খড়ার শহরের ৮ নম্বর  ওয়ার্ডের মুচি পাড়ার কাছে গত ১ ফেব্রুয়ারি ২০২২   তৃণমূল তাঁর একটি আবক্ষ মূর্তি উন্মোচন করেছিল। কিন্তু আশ্চর্যের বিষয়,  আজকে  তাঁর তিরোধান দিবসে তাঁকে নিয়ে আলোচনা সভা তো দূরের কথা সেই মূর্তিতে একটি মালা পর্যন্ত দেওয়া হল না। এনিয়ে খড়ার শহরের বিশিষ্টজনেরা চরম আক্ষেপ প্রকাশ করেন।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।