তন্ময় চক্রবর্তী: বৃহস্পতিবার রাতে ঘাটাল থানার আনন্দপুরে ৪০০ বছরের প্রাচীন কালি মন্দির থেকে বেশ কয়েক লক্ষ টাকার সোনা ও রুপোর গয়না চুরি। আজ শুক্রবার সকালে মন্দির পরিষ্কার করতে এসেই বিষয়টি জানা যায়। ঘটনাটি জানাজানিরপরই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মন্দির কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানিয়েছে। ঘাটাল থানার পুলিশ জানিয়েছে, তারা অভিযোগটি পেয়ে তদন্ত শুরু করেছে।[✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
ঘাটালের মন্দির থেকে ৬লক্ষ টাকার গয়না নিয়ে পালাল দুষ্কৃতীরা
Published on: November 25, 2022 । 10:21 AM





