এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের জালালপুরে পথ দুর্ঘটনায় মৃত ১, জখম ২

Published on: March 24, 2023 । 6:27 PM

সৌমেন মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটাল পাঁশকুড়া সড়কে দাসপুর থানার জালালপুরে পথ দুর্ঘটনা। মৃত ১ আহত ২। নিয়ন্ত্রণ হারিয়ে ইঞ্জিন ভ্যান সামনে থাকা এক বাইক সমেত ছিটকে পড়ে রাস্তা থেকে বেস কয়েকফুট দূরে। ঘটনায় জখম অবস্থায় বাইকে থাকা দুই ব্যক্তির পাশাপাশি ওই ইঞ্জিন ভ্যানের চালকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঘাটাল হাসপাতালে নিয়ে যায় দাসপুর থানার পুলিশ। পরে মৃত্যু হয় ওই ইঞ্জিন ভ্যান চালকের। পুলিশ সূত্রে জানা যাচ্ছে আজ শুক্রবার দুপুর প্রায় ২টা নাগাদ এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে ঘাটাল পাঁশকুড়া সড়কে দাসপুর থানার জালালপুর পেট্রোল পাম্পের সামনে। ইঞ্জিন ভ্যানটি পাঁশকুড়ার দিক থেকে এবং বাইকটি দাসপুরের দিক থেকে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে ওই ইঞ্জিন ভ্যান বাইককে ধাক্কা দিয়ে রাস্তা থেকে বেস কয়েকফুট দূরে গিয়ে পড়ে। জখম হয় বাইকে থাকা দুই ব্যক্তিই। তবে আতঙ্কজনক অবস্থা ছিল ওই ইঞ্জিন ভ্যানের চালকের। খবর পেয়ে দুর্ঘটনা স্থলে পৌঁছায় দাসপুর থানার পুলিশ। দুর্ঘটনায় জখম ওই ৩ জনকেই উদ্ধার করে ঘাটাল হাসপাতালে নিয়ে যায় পুলিশ। জানা যাচ্ছে পরে ঘাটালের হাসপাতালেই ওই ইঞ্জিন ভ্যানের চালকের মৃত্যু হয়। মৃত ওই ব্যক্তির নাম রঞ্জন দাস বয়স প্রায় ৪০ বৎসর। বাড়ি দাসপুরেরই জটাধরপুরে। বাইকে থাকা আহত ব্যক্তিরা হলেন ঘাটালের বীরসিংহ গ্রামের নীলাদ্রি সিংহ অন্যজন কেশপুরের সেখ মহম্মদ হাবিব। উভয়েরই বয়স ৩৫ এর আসেপাশে।

সুইটি রায়

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। বাড়ি ঘাটাল শহরে(কুশপাতা ১৭ নম্বর ওয়ার্ড• পশ্চিম মেদিনীপুর)। আমার শহর ঘাটালের যে কোনও খবরই অবিকৃতভাবে সকলের সামনে তুলে ধরাতেই আমার আগ্রহ। •মো: 9732738015/9933998177 •ইমেল: [email protected]