নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটাল শহরের ১২ নম্বর ওয়ার্ড নিশ্চিন্তপুরের https://ghatal.net/mp-10th/ বাসিদা বর্ণময় বারিক এবার মাধ্যমিকে ৬৮৩ নম্বর পেয়ে মাধ্যমিকে দশম স্থান দখল করেছে। বর্ণময়ের বাড়ি ঘাটাল শহরে হলেও সে মেদিনীপুর শ্রীরামকৃষ্ণ মিশন বিদ্যাভবন থেকে এবার মাধ্যমিক দিয়েছিল। বর্ণময়ের বাবা বনমালী বারিক ক্ষীরপাই হাইস্কুলের শিক্ষক।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://www.ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)











