এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

রক্তের সংকট মেটাতে ঘাটাল পুরসভার উদ্যোগে রক্তদান শিবির

Published on: June 21, 2023 । 2:05 PM

রবীন্দ্র কর্মকার, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: ঘাটাল মহকুমা ব্লাড সেন্টারে রক্তের তীব্র সংকট। তাই রক্তের যোগান দিতে এগিয়ে এল ঘাটাল পৌরসভা। [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] আজ ২১ জুন ঘাটাল পুরসভার উদ্যোগে রাজীব গান্ধী পৌরনিলয়ে রক্তদান শিবির আয়োজিত হল। শিবিরটির উদ্বোধন করেন মহকুমা শাসক সুমন বিশ্বাস। পুরসভার এক সিনিয়র স্টাফ সমীরকুমার বসু বলেন, শিবিরে ঘাটাল পুরসভার ১৬টি ওয়ার্ড থেকেই কাউন্সিলার ও পুরসভার কর্মী সহ অনেকেই রক্তদান করেন। ওই শিবিরে ১৩ জন মহিলা সহ মোট ৮১ জন রক্তদান করেন। পুরসভার চেয়ারম্যান তুহিনকান্তি বেরা বলেন, গ্রীষ্মকালীন রক্তের এই সংকটময় পরিস্থিতিতে পুরসভা ব্লাড সেন্টারের পাশে আছে থাকবে। মূলত পুরসভার উদ্যোগে এই ধরণের শিবির প্রথম হল। উল্লেখ্য, এই শিবিরে উপস্থিত ছিলেন ঘাটাল পুরসভার নির্বাহী আধিকারিক অনুপকুমার রায়, ভাইস চেয়ারম্যান অজিতরঞ্জন দে প্রমুখ।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177