এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ইড়পালায় বিজেপিতে যোগ দিলেন তৃণমূল গ্রামপঞ্চায়েত সদস্য

Published on: October 28, 2023 । 9:38 PM

রণিত ভট্টাচার্য, স্থানীয় সংবাদ, ঘাটাল:  ঘাটাল ব্লকের ইড়পালা গ্রামপঞ্চায়েতে আবার দল বদল। তৃণমূল প্রতীকে নির্বাচিত ওই গ্রাম পঞ্চায়েতের সদস্য দীপক ভট্টাচার্য বিজেপিতে যোগদান করলেন। আজ তিনি বিজেপির বিধায়ক শীতল কপাটের হাত থেকে বিজেপির পতাকা তুলে নেন। এর ফলে ১৫ আসন বিশিষ্ট ওই গ্রামপঞ্চায়েতের বিজেপির আসন সংখ্যা দাঁড়াল আটে। ২০২৩ সালের গ্রামপঞ্চায়েত নির্বাচনে ওই গ্রামপঞ্চায়েতে বিজেপি ৮টি আসন পেয়ে গ্রামপঞ্চায়েতের বোর্ড গঠন করে। বোর্ড গঠনের কিছু দিন পরে বিজেপির এক সদস্য রমা মণ্ডল তৃণমূলে যোগদান করলে তৃণমূল সংখ্যা গরিষ্ঠ হয়। আর দীপকবাবু বিজেপিতে যোগদান করায় বিজেপি ফের ম্যাজিক ফিগার দখল করল।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।