এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ভর সন্ধ্যেবেলায় দোকানের তেল চুরি করতে গিয়ে ধৃত ১

Published on: February 19, 2024 । 12:47 AM

ইন্দ্রজিৎ মিশ্র, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: দাসপুরে ভরা বাজারে ভর সন্ধ্যেতে দোকান মালিকের নজর এড়িয়ে দোকান থেকে তেল চুরির চেষ্টা হাতেনাতে ধরা পড়েছে ১ যুবক।
[‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]

পালিয়ে গেছে অন্যজন, সাথে আটক করা হয়েছে একটি স্কুটিও(Scooty)। ঘটনা দাসপুর থানার(Daspur police station) তেমুয়ানি ঘাট স্টিল ব্রিজের কাছে বসন্তপুর বাজার চত্ত্বরে। রবিবার সন্ধ্যে প্রায় ৭টা নাগাদ বাজারের পাশেই জেলেপাড়ার কাছে এক স্টেশনারি দোকানে(Stationery shop) স্কুটি নিয়ে পৌঁছায় দুই যুবক। বিস্কুট চাওয়ার আছিলায় দোকানে ঢুকে তেলের বোতল চুরি করে পালাতে গেলে সাথে সাথে দুই যুবককে ধরে ফেলে পথ চলতি মানুষ। তবে হাত ছুট হয়ে যায় এক যুবক। তারা দোকান থেকে চুরি(theft) করেছিল পেট্রোল(Petrol) এর বোতল। দোকানের মালিক ভক্তি ঘণা বলেন, বারে বারে দোকান থেকে এভাবেই পেট্রোল চুরি যেত কিন্তু কখনোই চোরকে ধরা যেত না। আজ দোকানে এসে বিস্কুটের খোঁজ করে বিস্কুট দিতে যেতেই বাইরে বেরিয়ে দেখি পেট্রোলের বোতল নিয়ে চলে যাচ্ছে। সবাইকে ডাকাডাকি করতেই সবাই মিলে এসে ধরে ফেলে তাদের। তবে একজন স্কুটি ছেড়ে পালায়। দাসপুর থানায় খবর দিলে ওই যুবক ও স্কুটিটি থানায় নিয়ে যায় পুলিশ(police)।

 

ইন্দ্রজিৎ মিশ্র

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। দাসপুর থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 8641911627/8537002125/9732738015 •ইমেল: [email protected]