এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল কলেজের সেমেস্টারের খাতা মিসিং, অধ্যাপকের বাইক থেকে পড়ে গেল খাতার ব্যাগ

Published on: March 2, 2024 । 5:57 PM

তৃপ্তি পাল কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল: একেই বলে দায়িত্বশীল শিক্ষক! সেমেস্টারের খাতা বাইকে করে ঝুলিয়ে বাড়ি নিয়ে যাওয়ার সময় মাঝ পথে হারিয়ে ফেললেন সমস্ত খাতা। এমনই ঘটনা ঘটেছে ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ে। কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. হাসানূর মণ্ডল সেমেস্টারের খাতাগুলি নিয়ে এমনই ক্যাজ্যুয়াল ছিলেন খাতাগুলি কাপড় দোকানের ব্যাগে(যে ব্যাগগুলির হাতলগুলি খুব দুর্বল হয়) ভরে বাইকের পেছনের হুকে ঝুলিয়ে বাড়ি যাচ্ছিলেন। তাঁর বাড়ি বালিচক এলাকায়। বৃহস্পতিবার ২৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় দাসপুর- নাড়াজোল রাস্তার মধ্যে খাতাগুলি পড়ে যায় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।  পুলিশ জানিয়েছে, এনিয়ে তারা বিভিন্ন জায়গার সিভিক ভলান্টিয়ারের মাধ্যমে খোঁজ চালাচ্ছে।  ঘাটাল কলেজের ইতিহাসে এই ধরনের ঘটনা প্রথম।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad