এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

সরকারের দেওয়া ‘হতশ্রী’ পোশাক নিয়ে অভিভাবকদের বিক্ষোভ

Published on: December 11, 2025 । 7:22 PM

বিপ্লব সরকার, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: চন্দ্রকোণা থানা কৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয়ে নতুন স্কুল ড্রেস বিতরণকে কেন্দ্র করে চরম অনিয়ম দেখা দেওয়ায় অভিভাবক ও অভিভাবিকারা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। পোশাকের সাইজ নিয়ে মারাত্মক গরমিলের অভিযোগ তুলে তাঁরা বৃহস্পতিবার স্কুল খো স্কুল চত্বরে ব্যাপক বিক্ষোভ দেখান। অভিভাবকদের প্রধান অভিযোগ হলো—ছাত্র-ছাত্রীদের জন্য তৈরি করে দেওয়া নতুন স্কুল ড্রেসগুলির মাপ বা সাইজ একেবারেই সঠিক নয়। কারও ড্রেস অতিরিক্ত ছোট হয়েছে, আবার কারওটি অতিরিক্ত বড়, যার ফলে সেগুলি পরা বা ব্যবহার করা কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এই ব্যাপক আকারের সমস্যার কারণেই অভিভাবকরা অভিযোগ তুলেছেন যে স্কুল ড্রেস তৈরির ক্ষেত্রে গুরুতর দুর্নীতি হয়েছে। তাঁদের দাবি, সঠিক মাপ না নিয়ে দায়িত্বজ্ঞানহীনভাবে এলোমেলো ড্রেস বানিয়ে শিশুদের হাতে তুলে দেওয়া হয়েছে।এই ঘটনায় বিক্ষোভে ফেটে পড়া অভিভাবকরা হুঁশিয়ারি দিয়েছেন, দ্রুত এই সমস্যার সমাধান না হলে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন।অন্যদিকে, এই ঘটনা প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক, রাকিব উদ্দিন আহমেদ খান, জানিয়েছেন যে তাঁরা বিষয়টি জানতে পেরেছেন এবং এটি খতিয়ে দেখা হচ্ছে। তিনি দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন।

বিপ্লব সরকার

সাংবাদিক, ‘স্থানীয় সংবাদ’, আমার কাছে সাংবাদিকতা কেবল পেশা নয়, এটি আমার গভীরতম নেশা। ব্যক্তিগত ও কর্মজীবনের সমস্ত ব্যস্ততার ফাঁকে যখনই সময় পাই, তখনই আমি সমাজের নানান সমস্যা, জনজীবনের গুরুত্বপূর্ণ দিক এবং অব্যক্ত কথাগুলি তুলে ধরার তাগিদে বেরিয়ে পড়ি। মো: 90467 68118/9732738015