বিপ্লব সরকার, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: ব্রিটিশ শোষণ থেকে দেশের মুক্তি এবং আদিবাসী অধিকার রক্ষা করার সংগ্রামী বীর বিপ্লবী নেতা হলেন বীরসা মুণ্ডা। তাঁরই জন্ম সার্ধশত বর্ষে তাকে সম্মান জানিয়ে এবং রামজীবনপুর পৌরসভা সার্ধশতবর্ষে পদার্পণকে সামনে রেখে রামজীবনপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড এলাকায় বীরসা মুণ্ডার পূর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচিত হলো। বীরসা মুণ্ডা ছিলেন স্বাধীনতা সংগ্রামী ও আদিবাসীদের নেতা। আজ সকাল থেকেই আদিবাসী সমাজের মানুষজন রামজীবনপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে
ধর্মীয় পূজার্চনা মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করেন।বীরসা মুণ্ডার পূর্ণাবয়ব মূর্তি উন্মোচনে উপস্থিত ছিলেন চন্দ্রকোণা বিধানসভার বিধায়ক অরূপ ধাড়া, চন্দ্রকোণা থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক পুরুষোত্তম পান্ডে, রামজীবনপুর পৌরসভার চেয়ারম্যান কল্যাণ তেওয়ারি, রামজীবনপুর ফাঁড়ির সৌম্যতেন্দু বেরা এবং রামজীবনপুর পৌরসভার কাউন্সিলরা। আদিবাসী মোড়ল কালিপদ হাঁসদা বলেন, ‘আমরা কিছুদিন আগেই আমাদের স্বাধীনতা সংগ্রামী নেতা বীরসা মুণ্ডার একটি মূর্তির জন্য পৌরসভায় আবেদন করেছিলাম। পৌরসভা সেই সিদ্ধান্তকে মান্যতা দিয়ে দ্রুততার সাথে যে পূর্ণাবয়ব মূর্তি আমাদের এখানে স্থাপন করলেন এর জন্য পৌরসভাকে ধন্যবাদ জানাই। এতে আমরা খুবই খুশি হয়েছি।’












