শ্রীকান্ত ভুঁইয়া, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: দাসপুর থানার আজুড়িয়া বাংলোগোড়ায় আজ সন্ধ্যায় একটি মোরাম বোঝাই ইঞ্জিন ট্রলি এসে ধা*ক্কা মারে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা সৈকত সাঁতরাকে। সৈকতের বাড়ি পাঁচগেছিয়ায়। বছর কুড়ির সৈকত খাবার দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। ইঞ্জিন ট্রলির ধা*ক্কায় সঙ্গে সঙ্গে রাস্তায় লু*টিয়ে পড়েন ওই যুবক। র*ক্তে ভেসে যায় রাস্তা। স্থানীয় মানুষ সোনাখালি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃ*ত বলে ঘোষণা করেন। বাড়ি ফেরার সময় এই আকস্মিক দু*র্ঘটনায় পড়ে মৃ*ত যুবক কলেজ পড়ুয়া ছিলেন। এই দু*র্ঘ*টনা মানতে পারছেন না সৈকতের পরিজন থেকে শুরু করে এলাকার মানুষ। সবার দাবি এই ইঞ্জিন ট্রলিগুলিকে অবিলম্বে বন্ধ করতে হবে।
বাড়ি ফেরা হল না সৈকতের






