এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

বাসের ছাদে উঠে ছিলেন বাসকর্মী, খুকুড়দহর ব্রিজের হাইট বারে ধাক্কা, গুরুতর জখম বাসকর্মী

Published on: December 29, 2025 । 7:20 PM

শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: আজ সোমবার ২৯ডিসেম্বর যাত্রীবাহী বাসের ছাদভর্তি মালপত্রের কিছু অংশ নামানোর কথা ছিল খুকুড়দহ বাসস্টপে। সেই মালপত্র নামানোর জন্য বাসের ছাদে উঠেছিলেন ‘মা শীতলা’ বাসের এক কর্মী। তবে খুকুড়দহ ব্রিজের দক্ষিণ দিকের হাইট গেজের বারে ধাক্কা লেগে গুরুতর জখম হন ঘাটাল অভিমুখী ওই হাওড়া বাসের কর্মীটি। স্থানীয় বাসিন্দা সঞ্জয় মণ্ডলের বয়ান অনুযায়ী, দুর্ঘটনার পর ওই কর্মী বাসের ছাদের ওপরই অচৈতন্য হয়ে পড়েন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পীতপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। ঘাটাল মহকুমা বাস ব্যবসায়ী সংগঠনের নেতা প্রভাত পান জানিয়েছেন যে, পীতপুর হাসপাতালে রোগীর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বর্তমানে তমলুক মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। স্থানীয় ব্যবসায়ীদের মতে, অসতর্কতার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে। যেহেতু বাস কর্মীরা প্রতিদিন ওই রাস্তা দিয়ে যাতায়াত করেন, তাই তাঁদের ব্রিজের উচ্চতা সম্পর্কে ওয়াকিবহাল থাকার কথা। তাঁদের দাবি, বাসচালক যদি ব্রিজের কাছাকাছি পৌঁছে ছাদে থাকা কর্মীকে সতর্ক করতেন, তবে এই দুর্ঘটনা এড়ানো সম্ভব হত।

শ্রীকান্ত ভুঁইঞা

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/